নার্সেস ডিপ্লোমার মান ডিগ্রির সমমানের দাবিতে মানববন্ধন

নার্সেস ডিপ্লোমার মান ডিগ্রির সম্মান চান চট্টগ্রাম জেলা ডিপ্লোমা নাসিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান।
মানববন্ধনকালে তারা ‘সম্মান চাই, মর্যাদা চাই, মিডওয়াইফদের ডিগ্রি চাই’সহ নানা শ্লোগান লেখা ফেস্টুন প্রদর্শন করেন।
এসময় বক্তারা বলেন, নার্সেস ডিপ্লোমা নিয়ে ষড়যন্ত্র চলছে দীর্ঘদিন যাবত। এখানে বৈষম্যের ঠাঁই নেই, ডিপ্লোমাকে ডিগ্রি মর্যাদা দিতে হবে। হাজারো বাঁধা, ভয় এলেও অধিকার আদায়ে তারা পিছপা হবেন না বলে মন্তব্য করেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: