দিনদুপুরে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে সন্ত্রাসের জনপদ রাউজানে দিনদুপুরে অটোরিকশায় এসে যুবদলকর্মীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টায় রাউজান সদর ইউনিয়নের গাজীপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইব্রাহিমের পিতার নাম মোহাম্মদ আলম।
জানা গেছে, তিনটি সিএনজিচালিত অটোরিকশায় আসা একদল দুর্বৃত্ত ইব্রাহিমকে মাথায় গুলি করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। অভ্যান্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, রাউজানের শীর্ষসন্ত্রাসী রায়হানের নেতৃত্বে এ খুনের ঘটনা ঘটেছে। ইবরাহীমের মাথার পেছনে গুলি লেগেছে। যতটুকু জানতে পেরেছি বিএনপির আন্তঃকোন্দলে এ ঘটনা ঘটেছে। আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় আরও এক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাকেও চমেকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে শনিবার রাতে রাউজানের বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহপাড়ায় মুহাম্মদ মানিক আবদুল্লাহ নামে এক যুবদলকর্মীকে গুলি করে খুন করা হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: