ওবায়দুল কাদেরের ভাগ্নে আবু হায়দার রতন গ্রেফতার

ছবি: আবু হায়দার রতন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে আবু হায়দার রতনকে রাজধানীর রমনা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া রতন গাজীপুরের শ্রীপুরে একটি হত্যা ও বিষ্ফোরক দ্রব্য আইনে দুটি মামলার আসামি।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গতরাতে (২১ এপ্রিল) তাকে রমনা থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। দশ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে গাজীপুর কোর্টে পাঠানো হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: