• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

প্রকাশিত: ১৯:৩২, ২৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামী রব মিয়ার (৬০) ছুরিকাঘাতে সুলেখা (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী রব মিয়াকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। আটক রব মিয়া উপজেলার নারান্দী গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে। তাদের সংসারে ৪ কন্যাসন্তান রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে সুলেখা আক্তারের সঙ্গে একই উপজেলার রব মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে ৪ কন্যাসন্তান রয়েছে। তবে, দীর্ঘ প্রায় ৭ বছর আগে থেকে তাদের সংসারে নানা বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সেই ঝগড়া-বিবাদ নিয়মিত চলছিল।

আরও জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে আজ দুপুরে স্ত্রীর গলা কেটে হত্যা করে স্বামী। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজনসহ এলাকাবাসী গিয়ে তাকে আটক করে। তবে, নিহতের স্বামী রব মিয়া ঘরের দরজা আটকে ভেতরে অবস্থান করে। পরে পুলিশ গিয়ে লাশের পাশ থেকে রক্তমাখা ছুরিসহ তাকে আটক করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের স্বামী রব মিয়া মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

স্বামীর স্বীকারোক্তির বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীর মাথায় শাবল দিয়ে আঘাত করে। এতে সে অচেতন হলে পড়লে ছুরি দিয়ে গলা কেটে জবাই করে হত্যা করে। প্রাথমিকভাবে আসামি পুলিশকে হত্যার ঘটনা স্বীকার করেছে। আসামিকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: