• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গত ১৫ বছর আ. লীগ নাটোরের মানুষকে জিম্মি করে রেখে ছিলো: দুলু    

প্রকাশিত: ২২:১৩, ২৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
গত ১৫ বছর আ. লীগ নাটোরের মানুষকে জিম্মি করে রেখে ছিলো: দুলু    

ছবি: অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু  বলেছেন, ‘নাটোর ছিলো সন্ত্রাসীর জনপদ, নাটোরে মানুষ বসবাস করতে পারে নাই, কোনো ব্যবসায়ী এখানে ইনভেস্ট করতে আসতে পারে নাই।’ 

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শহরের কানাইখালী এলাকায় নাটোর শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্টিট এর আয়োজনে মেলায় চেম্বার সভাপতি আব্দুল মান্নাফ  এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আমজাদ হোসেনসহ চেম্বার অব কর্মাসের চেম্বারের সদস্যরা। 

দুলু আরও বলেন, ‘গত ১৫ বছর আওয়ামী লীগ নাটোরের মানুষকে জিম্মি করে রেখে ছিলো। আমরা নাটোরের মানুষকে সঙ্গে নিয়ে শান্তি স্থাপিত করেছি। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিতে পারে নাই, ব্যর্থ হয়ে গেছে। তার জন্যই আজকে তাদের এই পরিণতি।’ 

আলোচনা শেষে আতশবাজী উপভোগ করে মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মাসব্যাপী মেলাটিতে ৫০টি স্টল অংশ নিয়েছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন খেলার সামগ্রী রয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন: