• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজীপুরে তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানাগুলো, বন্ধের পথে বেশ কয়েকটি

প্রকাশিত: ২২:৪৫, ২৩ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:৪৫, ২৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
গাজীপুরে তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানাগুলো, বন্ধের পথে বেশ কয়েকটি

ছবি: সংগৃহীত

গাজীপুরে তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানাগুলো। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বন্ধের পথে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কারখানার মালিকরা। গ্যাস বিপণন কর্তৃপক্ষ বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা চলছে। 

গাজীপুরের কালিয়াকৈরে ছোট বড় মিলিয়ে তিন শতাধিক পোশাক কারখানা রয়েছে। যেখানে কাজ করছে কয়েক লাখ শ্রমিক। তিন মাস যাবৎ গ্যাস সংকট থাকায় চরম বিপাকে উৎপাদন প্রতিষ্ঠানগুলো।

এমতাবস্থায় বকেয়া বেতন আর চাকরি নিয়ে শঙ্কার কথা বলছেন শ্রমিকরা।

বিপণন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করে কারখানা কর্তৃপক্ষ।

সমস্যা সমাধানে উর্ধ্বতনদের সাথে যোগাযোগের করা হচ্ছে বলে জানালেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি লিমিটেডের গাজীপুরের আঞ্চলিক বিপণন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌ.আবু সাদাত মো. সায়েম।

অর্থনীতির টালমামাল সময়ে গ্যাস সংকট যেন মরার উপর খাড়ার ঘা। দ্রুত সমস্যা সমাধান হবে এমন প্রত্যাশা পোশাক কারখানা সংশ্লিষ্টদের।

বিভি/এআই

মন্তব্য করুন: