• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত নারীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩১, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১১:৩৩, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত নারীর মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উপর উল্টে যায়। এতে ঘুমন্ত অবস্থায় রমেচা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে উপ‌জেলার টে‌পিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার টেপিবাড়ী মোড় এলাকায এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ফজরের নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়ে‌ছিল। এসময় তার স্বামী কদ্দুস নামাজ পড়তে পাশের মসজিদে চলে যান। এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রমেচার ঘরে উঠে পড়ে। এতেই তার মৃত‌্যু হয়। পরে ট্রাক চালককে আটকে করে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসকে খবর দেওয়া হয়। 

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত দাস বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ট্রাকটি উল্টে ঘরে উপর উঠে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: