• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৫, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং পত্রিকাটির অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে আমার দেশ পাঠকমেলা। এতে সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আমার দেশের জেলা প্রতিনিধি ও বাংলাভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি মো. আকরাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য এ্যাড. মুরাদ হোসেন, আমার দেশের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মো: নুরুল ইসলাম, ঘিওর উপজেলা প্রতিনিধি হালিমুর রহমান ডিউক, সিংগাইর উপজেলা প্রতিনিধি আব্দুল মোতালেব, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিশারীর সভাপতি হাসান সিকদার প্রমুখ।

বক্তারা  বলেন, ‘মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা এই মামলা সাংবাদিকতার স্বাধীনতা হরণের স্পষ্ট প্রয়াস। মাহমুদুর রহমান এবং তার সহকর্মীরা দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে লেখনী চালিয়ে যাচ্ছেন, যা অনেকের গাত্রদাহের কারণ হয়েছে।’

তারা আরও বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠরোধের এই অপচেষ্টা দেশের মুক্ত গণতন্ত্রের ওপর আঘাত। আমরা এ ধরনের হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাই।’

বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন খ্যাতিমান সাংবাদিক যিনি দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে জাতীয় স্বার্থে লেখালেখি করে যাচ্ছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার থাকা উচিত। অন্যথায় গণতন্ত্র চরম হুমকির মুখে পড়বে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: