• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই বাল্কহেড ডুবি,৭ স্টাফ  উদ্ধার 

প্রকাশিত: ১৩:০১, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই বাল্কহেড ডুবি,৭ স্টাফ  উদ্ধার 

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যাওয়া পাথরবোঝাই একটি বাল্কহেড থেকে ৭ স্টাফকে  উদ্ধার করেছে সন্দ্বীপগামী যাত্রীবাহী একটি সার্ভিস বোট।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে তাদের চ্যানেল থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকদের বাড়ি কিশোরগঞ্জ বলে জানা গেছে। 

জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে চট্টগ্রাম থেকে পাথরবোঝাই করে একটি বাল্কহেড ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সকালে বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেলের লাল বয়া বাতির কাছে আসলে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে এটি ডুবে যায়। বাল্কহেড থাকা সাত নাবিক লাইফ জ্যাকেট নিয়ে পানিতে ভাসতে ভাসতে সন্দ্বীপ চ্যানেলের দিকে চলে যায়। 

কুমিরা ঘাটের সার্ভিস বোটের চালক মোহাম্মদ মুনছুর জানান, সকাল সাতটায় যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সার্ভিস বোট নিয়ে সন্দ্বীপ যাচ্ছিলাম। হঠাৎ মাঝ নদীতে কয়েকজনকে ভাসতে দেখি। দ্রুত তাদের কাছে গিয়ে বোট নিয়ে সাতজনকে উদ্ধার করি। তারা সবাই সুস্থ আছে। উদ্ধার হওয়া স্টাফরা বর্তমানে সন্দ্বীপ রয়েছেন।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, পাথরবোঝাই করা বাল্কহেডটি অতিরিক্ত লোডের কারণে ডুবেছে বলে অনেকে জানিয়েছেন। উদ্ধার হওয়া স্টাফরা সুস্থ আছেন।

বিভি/এআই

মন্তব্য করুন: