ভূমিহীন ভিডিপি সদস্যরা পেলেন উপহারের ঘর

সারাদেশের মতো খাগড়াছড়ির ভূমিহীন ভিডিপি সদস্যরা পেলেন মহাপরিচালকের দেওয়া উপহারের ঘর। সারাদেশে একযোগে ২৬ ঘরের উদ্বোধনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধ্যনগর গ্রামের ভিডিপি সদস্য আয়েশা খাতুনকে ঘর হস্তান্তর করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ি অংশে যুক্ত হয়ে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গৃহহীন ভিডিপি সদস্য আয়েশা খাতুন বাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান।
এ সময় খাগড়াছড়ির জেলা কম্যান্ড্যান্ট মো. আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: