• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রংপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

রংপুর ব্যুরো  

প্রকাশিত: ১৮:৪৩, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
রংপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

রংপুরের তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলী গ্রামে বিয়ের দাবিতে ছেলের বাবার বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে ওই বাড়িতে অবস্থান নেন এই শিক্ষার্থী। 

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর হাজিপাড়া গ্রামের আইনুল হকের মেয়ে তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সঙ্গে একই ইউনিয়নের ঘনিরামপুর বেলতলী গ্রামের খলিলুর রহমানের ছেলে ইমরান হোসেন বাবুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তারাগঞ্জ ডিগ্রি কলেজ পড়ুয়া শিক্ষার্থী জানান, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তবে বিয়ের চাপ দিলে ইমরান টালবাহানা শুরু করে। তাই  অধিকার আদায়ে ইমরানের বাড়িতে অবস্থান করছেন তিনি। বিয়ে না করলে নিজের জীবন বিপন্ন করার হুমকি দেন ওই শিক্ষার্থী।

ছেলে পালাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার চাচা প্রভাবশালী জিয়াউর রহমান জিয়া জানিয়েছেন, এ বিয়ে কোনোভাবেই মেনে নেওয়া হবেনা।

তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানিয়েছেন, গ্রাম্য পুলিশের মাধ্যমে ঘটনা তিনি শুনেছেন, কলেজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: