রাজবাড়ীর ডা. রতন ক্লিনিকে আবারো ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় অবস্থিত ডা. রতন ক্লিনিকে ফের ডাক্তরের ভুল চিকিৎসায় সিজারিয়ান রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে শাহানা বেগমের (২৭) মৃত্যু হয়।
ওইদিন রাত ৮ টার দিকে ডা. রতন ক্লিনিকে শাহানা বেগমের সিজার করেন ওই ক্লিনিকের মালিক ডা. রইসুল ইসলাম রতন। জানা গেছে, রোগীর মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিতে রোগীর পরিবারকে ৪ লাখ টাকা দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।
মৃত শাহানা বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের সাঈদ সরদারের মেয়ে। শাহানার শ্বশুর বাড়ি পাবনার ঢালারচরে। তার স্বামীর নাম ওমর ফারুক।
মৃত শাহানা বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে শাহানার প্রসব বেদনা উঠলে রাত সাড়ে ১২টার দিকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করে রাখে। কিন্তু শাহানা নরমালে বাচ্চা প্রসব করার অবস্থায় না থাকলে তাকে সদর হাসপাতাল থেকে যেকোনো একটি ক্লিনিকে নিয়ে সিজার করতে বলা হয়।
পরে বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর শাহানার পরিবারের লোকজন তাকে রাজবাড়ী শহরের বড়পুল ডা. রতন ক্লিনিকে নিয়ে যায়। ২৩শে এপ্রিল রাত ৮ টার দিকে ডা. রতন নিজেই শাহানার সিজার করলে শাহানা ছেলে সন্তানের জন্ম দেন। সিজারের পর শাহানার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে এম্বুলেন্স ঠিক করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৯ টার পর শাহানার চিকিৎসাধীন মৃত্যু হয়।
এ ব্যাপারে বিস্তারিত ওই ক্লিনিকে গেলে ডাক্তারকে পাওয়া যায়নি। ক্লিনিকের ম্যানেজার জানান ডাক্তার কোথায় আছেন তা তিনি জানেন না। ম্যানেজার বলেন সম্ভবত তিনি ঢাকায় চলে গেছেন। ডা. রইসুল ইসলাম রতনের বক্তব্য নিতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, এ বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগেও ডাঃ রতন ক্লিনিকে ভুল চিকিৎসা ও ভুল অপারেশনে একাধিক রোগীর অকাল মৃত্যুর ঘটনায় ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও বিভিন্ন উপায়ে তা ধামাচাপা দেওয়া হয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: