• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফেনীতে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১ 

প্রকাশিত: ১১:০৫, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ফেনীতে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১ 

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কসকায় অটোরিকশা-কাভার্ড ভ্যানের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত মিলন মিয়া (৩৫) নোয়াখালি জেলার সেনবাগ থানার কেসার এলাকার ইউনুস মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের কসকা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালক ঘটনাস্থলে নিহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা হয়েছে। কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: