• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যমুনার দুর্গম চরে ৪ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
যমুনার দুর্গম চরে ৪ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার দুর্গম চরাঞ্চলের চিকিৎসাসেবা বঞ্চিতদের ৪ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প প্রদান করছে আমেরিকাস্থ আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (ইউএসএ) নামে সংস্থা। এতে প্রতিমাসে চরাঞ্চলের প্রায় ১ হাজারের মতো মানুষ চিকিৎসা পান।

শুক্রবার (২৫ এপ্রিল) দিনব্যাপী উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দিন এই চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিনেই প্রায় আড়াই শতাধিক চরের মানুষ চিকিৎসা নেন। এতে এইচএম বিডি ফাউন্ডেশনের পরিচালনায় চিকিৎসা সেবা প্রদান আয়োজকদের সহযোগিতা করে স্থানীয় শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন।

চিকিৎসাসেবা পেয়ে বাসুদেবকোল এলাকার জহিরুল ইসলাম, ইদ্রিস হোসেন, রওশয়ারা বেগম ও জাহানা খাতুন বলেন, প্রতি মাসেই ফ্রি চিকিৎসা পাচ্ছি। গতবার চিকিৎসা নিয়ে রোগ অনেকটা ভাল হয়েছে। তারা চিকিৎসার পাশাপাশি ঔষধও দিচ্ছেন। বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা চরবাসী অনেক আনন্দিত।

শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মমিনুর রহমান বলেন, চরাঞ্চলের বেশিরভাগ মানুষই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। তাই, তাদের কষ্ট লাঘবে আমেরিকাস্থ আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন (ইউএসএ) বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ প্রদান করছে।

মমিনুর রহমান আরও বলেন, প্রতিমাসের ৪ দিন চারটি এলাকায় চিকিৎসাসেবা প্রদান ক্যাম্পের আয়োজন করা হয় এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা প্রদান করেন। এতে ৪ দিনে চরাঞ্চলের প্রায় এক হাজারের মতো মানুষ চিকিৎসা গ্রহণ করেন।

প্রসঙ্গত, উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছাতুননেছা দাখিল মাদরাসা ও পূর্ব রামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিমাসে ফ্রি চিকিৎসা প্রদানের আয়োজন করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: