• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছেলের মরদেহ দেখে শোকে বাবার মৃত্যু, পাশাপাশি সমাহিত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ২৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:০২, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ছেলের মরদেহ দেখে শোকে বাবার মৃত্যু, পাশাপাশি সমাহিত

নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে বিকাশ ডি কস্তা’র (৪০) মরদেহ বারান্দায় রেখে শোকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শয়ন কক্ষে মারা গেলেন বাবা মন্টু ডি কস্তা (৭৮)। এ ঘটনায় পরিবারে শোকের মাতম বইছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

জানা যায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিকাশ। পরে মরদেহ সন্ধ্যায় উপজেলার জোয়াড়ি ভবানীপুর খ্রিস্টান পল্লীর নিজ বাড়ির এনে ঘরের বারান্দায় রেখে সমাহিত করার পরিকল্পনা করছিলেন স্বজনরা। ছেলের মৃতদেহ বারান্দায় রেখে  বাবা মন্টু ডি কস্তা শোকে স্তব্ধ হয়ে ঘরের ভিতরে অবস্থান করছিলেন। এসময় রাত ১১টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। শুক্রবার (২৫ এপ্রিল) বাবা-ছেলের মরদেহ ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীর কবরস্থানে পাশাপাশি সমাহিত করা হয়েছে।

ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীর ভাইস চেয়ারম্যান সুবীর গ্রেগরী জানান, ছেলের মৃত্যুর পর বাবাও এভাবে চলে যাবে কেউ কখনও ভাবে নাই। এ ধরণের ঘটনা এই এলাকায় এই প্রথম ঘটলো।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পথে উপজেলার বনপাড়া পৌরশহরের হারোয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছেলে বিকাশ ডি কস্তা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: