বাংলাভিশনে সংবাদ প্রচার; সহায়তা পেলেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল
বাংলাভিশনে সংবাদ প্রচারের পর বদলে গেল গাইবান্ধার দৃষ্টি প্রতিবন্ধী শরিফুলের জীবন। পাশে দাঁড়ালেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদ আল হাসান। ঘর করার জন্য ঢেউটিন ও ব্যবসা সম্প্রসারণের জন্য সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে বিনা সুদে শরিফুলকে ৩০ হাজার টাকা ঋণ দেয়া হয়।
এছাড়াও সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে শরিফুলের নিকট থেকে দুই শত কলম কিনে নেয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদ আল হাসান।
এর আগে দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল ইসলামের পরিবেশবান্ধব কলম তৈরির উদ্যোগ নিয়ে বাংলাভিশনে সংবাদ প্রচারিত হয়। গাইবান্ধার দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে প্লাস্টিকের ব্যবহার কমাতে পরিবেশ বান্ধব কলম তৈরি করে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছেন।
ঋণ করে তিনি কলম ও খাতা তৈরির ব্যবসা শুরু করেন। পর্যাপ্ত সহযোগিতা ও মূলধনের অভাবে ঋণ পরিশোধ ও সংসার চালানো তার পক্ষে কঠিন হয়ে পড়ে। সরকারি বা বিত্তবানদের সহায়তা পেলে তিনি ঋণ মুক্ত হতেন এবং ব্যবসা সম্প্রসারণ করতেন এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই সময় দৃষ্টি প্রতিবন্ধী শরিফুলের পাশে থাকার আশ্বাস দেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: