• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

মেলার আড়ালে জুয়া, অশ্লীল নৃত্যের প্যান্ডেলে আগুন

গাইবান্ধা প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:১০, ২৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মেলার আড়ালে জুয়া, অশ্লীল নৃত্যের প্যান্ডেলে আগুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে মেলার নামে জমজমাট জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের প্যান্ডেল ভেঙে গুড়িয়ে তা আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।তবে আগেই টের পেয়ে জুয়ারি ও আয়োজনকারীরা পালিয়ে যায়। শুক্রবার (২৫ এপ্রিল) আনুমানিক রাত ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কে কৈ কাশদহ গ্রামের একটি বিলের ফাঁকা জায়গায় বৈশাখ উপলক্ষে একদিনের জন্য মেলার আয়োজন করা হয়। শুক্রবার দিনের বেলায় মেলায় কিছু দোকানপাটের সাথে একটি প্যান্ডেলে ম্যাজিক দেখানো হয়। কিন্তু সন্ধ্যার পর আরেকটি প্যান্ডেলজুড়ে গানের সাথে অশ্লীল নৃত্যের পাশাপাশি বসানো হয় জুয়ার আসর।

এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় স্থানীয় জাকির মিয়া ও গোলজার মেম্বারের নেতৃত্বে মেলার আড়ালে অশালীন নৃত্যসহ জুয়ার আসর বসায় সংঘবদ্ধ একটি চক্র। প্রশাসনের অনুমতি ছাড়াই এমন আয়োজনে স্থানীয়রা বাধা দিলেও শোনেননি আয়োজকরা। পরে রাতে উচ্চশব্দে গান-বাজনা শুনে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে আশপাশ এলাকার লোকজনসহ বিক্ষুদ্ধ জনতা লাঠি হাতে মেলায় গিয়ে জুয়া ও অশ্লীল নৃত্যের প্যান্ডেল ভাঙচুর করেন। এরপর জুয়া খেলার সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় জুয়ারিসহ আয়োজকরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিম আজাদ জানান, মেলার আয়োজনের বিষয়টি কেউ তাদের জানায়নি। রাতে স্থানীয় লোকজন একিত্রত হয়ে মেলায় থাকা প্যান্ডেল ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।পরে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।

উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2