• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ২৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকালে নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের ডিভাইডারে ধাক্কায় মারা যান এক মোটরসাইকেল চালক। এছাড়া শুক্রবার দিনগত রাত ৩ টার দিকে হাসাড়া এলাকায় একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রংপুর জেলার বাসিন্দা আলিমুল (২৭)। একই দিন সন্ধ্যা ৬টার দিকে শ্রীনগরের সমাষপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে নিহত হন পথচারী পায়েল (৪৫)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, রাতে হাসাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে, এক্সপ্রেসওয়ে থেকে দুর্ঘটনাকবলিত যানবাহগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এছাড়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: