রাঙ্গামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৬ জন নিহত

ফাইল ছবি
রাঙ্গামাটি -চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে দু’ নারীসহ ৬ জন নিহত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সারে দশটার সময় এ দুর্ঘটনা ঘটে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর অপর তিনজন মারা গেছেন। সকলেই সিএনজি অটোরিকসার যাত্রী ছিলেন এবং চালকসহ সবাই নিহত হয়েছেন।
নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজানে চৌধুরী পাড়ার আবু তোরাব (৫০), কাউখালীর পশ্চিম মনাইরটেক নুর নাহার (৪০), চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের মাহমুদুর রহমান বাচ্চু (৫৫), সুলতানপুর রাউজানের মোঃ জয়নাল আবেদীন (৬০), সিএনজি চালক ভাটিয়ারী সীতাকুন্ডের ইজাজুল (২৫)। অপর একজনের নাম পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো থ ১১-৯১৭৩) করে যাত্রীরা বেতবুনিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চেয়ারম্যান পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী মালামাল বোঝাই পিকআপের (চট্টমেট্রো ন ১১-৬৮৯২)সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকি তিন জনকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেকস ও জেকে হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর পর পিকআপের চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার সাথে সাথে বেতবুনিয়া ফাড়ির পুলিশ,সেনাবহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
গতকাল দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনের সময় স্থানীয়রা জানান চেয়ারম্যান এলাকায় রাস্তার বাক থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে। কয়েকদিন পূর্বেও ঢাকা থেকে রাঙ্গামাটিগামী রবি একপ্রেসের
হুন্দাই বাস একইস্থানে উল্টে গিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে কয়েকজন আহত হয়েছিলো।
এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কাউখালী-কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন নিহতদের উদ্ধার করে লাশ পোষ্টমর্টেমের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল মো. জাহিদুল ইসলাম জানান মুখোমুখি সংর্ষষে সিএনজি চালিত অটোরিক্সা ও মহেন্দ্র পিকআপ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে যান চলাচলা স্বাভাবিক করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন আঘাত পিকআপ চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
বিভি এ/আই
মন্তব্য করুন: