রায়পুরার চরাঞ্চলকে শান্ত রাখতে নতুন থানা বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে হয়ে আসা রক্তক্ষয়ী ও মরননেশা টেঁটা যুদ্ধ বন্ধের দাবিতে এবার প্রতিজ্ঞা বদ্ধ হয়েছে চরাঞ্চলের সর্বস্তরের জনগণ। চর এলাকায় মেঘনা সেতু নির্মাণ, ৬ ইউনিয়নের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক থানা ঘোষনা ও বৈষম্যমুক্ত রায়পুরা গড়াসহ বিভিন্ন দাবিতে বিশাল জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশর নেতৃবৃন্দরা।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলার দক্ষিণ শাখার আয়োজনে সমাবেশে দাবি উপস্থাপন করেন বৈষম্যমুক্ত রায়পুরা উন্নয়ন আন্দোলন সভাপতি ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এর নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা লিয়াকত আলী সায়দাবাদীর সভাপতিত্বে বক্তারা বলেন, রায়পুরার চরাঞ্চলে প্রায়ই টেঁটা যুদ্ধ লেগে থাকে। টেঁটা যুদ্ধ শেষ হওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে আসে। নদী পথ পেরিয়ে চরে আসতে অনেক সময় লেগে যায়।
এজন্য আমাদের চরাঞ্চলে একটি প্রশাসনিক থানা বাস্তবায়ন করা খুব জরুরি। এতে করে এই উত্তপ্ত চরাঞ্চলের পরিস্থিতি শান্ত রাখা যাবে। সেই সাথে বক্তারা চাঁনপুর, চরমধুয়া ও মির্জাচর সংযোগ সেতু নির্মাণ ও নদী ভাঙন রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবি তুলে ধরেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক বরকত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামায়েত ইসলাম রায়পুরা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরার সাবেক সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম, মেঘনা থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এডভোকেট জসিম উদ্দিন, জসিম উদ্দিন জাহাঙ্গীর, বশির আহমদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরার যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা সাজেদুল্লাহ সায়েম, ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা সভাপতি নূরে আলম সিদ্দিকীসহ আরও অনেকে।
বিভি এ/আই
মন্তব্য করুন: