• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিএনপি নেতার নির্দেশে মুন্সীগঞ্জ শহর থেকে ব্যানার ফেস্টুন অপসারণ

প্রকাশিত: ২২:২১, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:২৪, ২৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
বিএনপি নেতার নির্দেশে মুন্সীগঞ্জ শহর থেকে ব্যানার ফেস্টুন অপসারণ

কালবৈশাখী ঝড়ে, মানুষ যেন না মরে, এই স্লোগানকে সামনে রেখে এবং মুন্সীগঞ্জ শহরের সৌন্দর্যহানি না ঘটে এর জন্য মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের নির্দেশনা অনুযায়ী শহরের মূল সড়কের আশেপাশে দলীয় নেতাকর্মীদের ফেস্টুন অপসারণ করছে যুবদল ও ছাত্রদল।

আজ (২৬ এপ্রিল) প্রথম দিনে মুন্সীগঞ্জ আদালত এলাকা থেকে শুরু করে কাচারি পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়। রবিবার (২৭ এপ্রিল) দ্বিতীয় দিনে কাচারি থেকে বাসষ্ট্যান্ড পর্যন্ত এই কার্যক্রম চলবে। 

এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন জানান, মুন্সীগঞ্জ শহর থেকে শুরু করে সর্বত্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। যার ফলে শহরের সৌন্দর্য নষ্ট হয় এবং ঝড়, বৃষ্টিতে পড়ে মানুষের প্রাণহানিসহ দুর্ঘটনা ঘটতে পারে তাই এসব ব্যানার, ফেস্টুন অপসারণ করতে বলা হয়েছে। আর যুবদল ও ছাত্রদল এ দায়িত্ব পালন করছে।

বিভি এ/আই

মন্তব্য করুন: