• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, প্লাবন আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১২:১০, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:১৪, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, প্লাবন আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে রয়েছে বেড়িবাঁধ সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী ও চুনকুড়ি গ্রামসহ পার্শ্ববর্তী ১০ থেকে ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ। স্থানীয়দের মা‌ঝে বিরাজ করছে প্লাবন আতঙ্ক।

শনিবার (২৬ এপ্রিল) মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের সিংহড়তলী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৬০ থেকে ৭০ মিটার অং‌শে ভয়াবহ ফাটল দেখা দেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ তারা চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ফাটল ও ধস দেখতে পান। সহায়-সম্পত্তির ক্ষতির আশংকায় তাৎক্ষণিক স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন তারা। পরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও বাঁধ মেরামতের কাজ করা হয়।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেনসহ কয়েকজন জানান, শুষ্ক মৌসুমে বাঁধে ফাটলের ঘটনায় তারা আতঙ্কিত। এই স্থানে আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এবিষয়ে অনেকবার স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। বাঁধ ভাঙার আগে কার্যকর পদক্ষেপ নিলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু, পাউবো কর্তৃপক্ষ বাঁধে ফাটল ধরলে বা ভেঙে গেলেই কেবল কাজ শুরু করে।

এদিকে, উপকূলরক্ষা বেড়িবাঁধে ফাটলের খবর শুনে শনিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) প্রিন্স রেজাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সিংহড়তলী এলাকার ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। 

এসময় ইউএনও রনী খাতুন বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাঁধ সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা বলেন, চুনকুড়ি নদীর বেড়িবাঁধের ফাটল অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। আজ রবিবারের মধ্যে কাজ শেষ হবে#

বিভি/পিএইচ

মন্তব্য করুন: