• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ১৩:১৭, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:৪১, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের প্রাণহানি ঘটেছে। ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।

রবিবার (২৭ এপ্রিল) সকালে মাঠে কাজ করতে গেলে কৃষকরা মরদেহটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়।

জানা গেছে, নিহত যুবক উপজেলার যাদবপুর সীমান্তবর্তী গ্রাম মধুপুরের হানিফ আলীর ছেলে ওবায়দুল (২৩)। তিনি পেশায় একজন কৃষক। গতকাল রাতে বের হয়ে তিনি এখনও বাড়ি ফেরেননি বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ওবায়দুলকে বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করেছে।

তবে, ৫৮ বিজিবির কোম্পানী কমান্ডার (সিও) কর্নেল রফিক গণমাধ্যমকে জানান, ভারতের ২শ’ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে আছে এমন খবর শুনেছেন তারা। তবে সেটি বাংলাদেশি কারও কি না তা এখনই বলা যাচ্ছে না।

বিএসএফের বরাতে তিনি জানান, ঘটনাস্থলে যাচ্ছে ভারতীয় পুলিশ। যাচাই-বাছাইয়ের পর মরদেহটি বাংলাদেশি নাকি ভারতীয় সেটি জানা যাবে।

স্থানীয়রা জানায়, রবিবার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে আজ সকালে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, একজনের মরদেহ পড়ে আছে এমন খবর জানি। তবে সেটি বাংলাদেশি কারও নাকি ভারতীয় তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিভি/এআই

মন্তব্য করুন: