• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘সুষ্ঠু নির্বাচন না হলে অভ‍্যুত্থানের স্বপ্ন ব্যর্থতায় পর্যবসিত হবে’

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৭, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:১৭, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
‘সুষ্ঠু নির্বাচন না হলে অভ‍্যুত্থানের স্বপ্ন ব্যর্থতায় পর্যবসিত হবে’

আমার বাংলা (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ঐকমত‍্যের ভিত্তিতে ফ‍্যাসিবাদের বিচার, রাষ্ট্রীয় সংস্কার, আইনশৃঙ্খলার উন্নতি ও একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলে জুলাই অভ‍্যুত্থানের স্বপ্ন ব‍্যর্থতায় পর্যবসিত হবে।

রবিবার (২৭ এপ্রিল) ফেনীতে গণঅভ্যুত্থান পরবর্তী প্রত‍্যাশা, প্রেক্ষাপট ও সংস্কারের তরঙ্গে বদলে যেতে উন্মুখ ‘ফেনী’ শীর্ষক এক নাগরিক সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

এর আগে সকালে ফেনী সদর উপজেলাস্থ শর্শদি ইউনিয়নে নিজ গ্রামে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে গণসংযোগ করেন। এই সময় দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল বক্তৃতা করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: