খেয়াঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জের কালিঙ্গা নদীর কুশেরচর খেয়াঘাটে ব্রিজের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। রবিবার (২৭ এপ্রিল) সকালে কুশেরচর এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী-পেশার হাজারও মানুষ।
এসময় উপস্থিত ছিলেন আইনজীবী এটিএম শাহজাহান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, পৌর বিএনপির ৯ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: মুরাদ হোসেন, ইশমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আবু মো: নাহিদ, কুশেরচর ইউনাইটেড ক্লাবের সভাপতি মো: জুয়েল রানা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা পৌরসভার অবহেলিত কুশেরচরসহ কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ে খেয়াঘাটে ব্রিজ নির্মাণের দাবি জানান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: