• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৫

প্রকাশিত: ০৮:৪৩, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১১:০০, ২৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৫

ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর থানার মোগর খাল এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ মোট পাঁচজন দগ্ধ হন। এদের মধ্যে সীমা নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন। আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ঐ বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদেরকে রাত সাড়ে দশটার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, আহতদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। পরবর্তীতে তাদেরকে উন্নততর চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগে রেফার করা হবে।

বিভি এ/আই

মন্তব্য করুন: