• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারালেন ৩ জন

প্রকাশিত: ১৫:২৬, ২৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারালেন ৩ জন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনের হাওড়ে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছে।

 সোমবার (২৮ এপ্রিল ) সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়ন এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন: অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০), খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪)  এবং ‌মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ইন্দ্রজিত দাস সকালে হালালপুর গ্রামের পাশে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। একই সময় খয়েরপুরের হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান স্বাধীন মিয়া।

এ দিকে, সকালে ফুলেছা বেগম মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাড়ির পাশে ধানের খলায় কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: