দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

ছবি: ফাইল ফটো
কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। স্থানীয়রা জানায়, কোরবানপুর পূর্বপাড়ার একটি মাঠে নিখিল ও জুয়েল জমিতে ধান কাটছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। এদিকে, খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে শিশুরা মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় বজ্রপাত হলে ফাহাদ ও জিহাদের মৃত্যু হয়।
অন্যদিকে, কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রামে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। মিঠামইনের শান্তিগঞ্জ হাওরে খড় শুকাতে গিয়ে মারা যান ফুলেছা বেগম। অষ্টগ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান কৃষক ইন্দ্রজীত দাস ও কিশোর স্বাধীন মিয়া। সকাল সাড়ে ৮টার দিকে শান্তিগঞ্জ হাওরে ও সকাল ১০টার দিকে হালালপুর হাওরে এ ঘটনা হয়।
এছাড়া, নেত্রকোনায় দুজন ও সুনামগঞ্জের শাল্লার কালিকোটা হাওরে এক কলেজ ছাত্র এবং চাঁদপুরের কচুয়ায় এক কৃষানীর মৃত্যু হয়েছে বজ্রপাতে।
বিভি/এমআর
মন্তব্য করুন: