পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শনিবার (০৯ অক্টোবর) বিকালে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ ইমাম হোসেনকে (৪৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী ওই এলাকার মৃত জাফর আলী শেখ-এর ছেলে।
তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিলো। পরে তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯(খ) ধারায় একটি মামলা করা হয়েছে।
বিভি/এআর/রিসি
মন্তব্য করুন: