• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রামেকে করোনায় ১৩ দিনে ৩২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
রামেকে করোনায় ১৩ দিনে ৩২ জনের মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজন করোনা’র উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত ব্যক্তির বাড়ি রাজশাহী জেলায়। চলতি মাসের ১৩ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও করোনা’র উপসর্গ নিয়ে ৩২ জনের মৃত্যু হয়। 

রবিবার (১৩ ফেব্রুয়ারি)  রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের দু’টি ল্যাবে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। আক্রান্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন তিনজন। এসময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয়জন। বর্তমানে হাসপাতালের আইসিইউ’সহ ১৪৬ বেডের করোনা ইউনিটে ভর্তি আছেন ৫৪ জন। এই ৫৪ জনের মধ্য ৩৫জন করোনা পজিটিভ, ১৭ জনের করোনা উপসর্গ রয়েছে এবং তিনজন করোনা নেগেটিভ হওয়ার পর অন্য শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসা নিচ্ছেন। 

বিভি/পিসিএ/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2