বান্দরবানে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় ২১ জন আটক

প্রতীকী ছবি
বান্দরবানের রুমায় পাড়া প্রধানসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় ২১ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের আবু পাড়া থেকে তাদের আটক করা হয়। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার জেরিন আখতার।
তিনি জানান, পাড়া প্রধানসহ তার চার ছেলেকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২১ জনকে আটক করে থানায় আনা হয়েছে। সকালে পুলিশ বাদী হয়ে রুমা থানায় একটি মামলাও করেছে। তবে এখনও ওই মামলায় কাউকে গ্রেফতার দেখানো হয়নি।
এ ঘটনায় বাঙালি কেউ জড়িত নেই বলেও জানান পুলিশ সুপার।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রুমার আবু পাড়ায় পাড়া প্রধান লক্কুই ম্রো এবং তার চার ছেলে নুক্কুই ম্রো, লেং নি ম্রো, মেনু ওয়াই ম্রো ও রিং রাও ম্রোকে কুপিয়ে হত্যা করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে জমি নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হয়।
বিভি/কেএস
মন্তব্য করুন: