মুহূর্তের আগুনে ছাই হলো ৩০ কোটি টাকার ঝুট

গাজীপুরের কোনাবাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১২টি ঝুটের গুদাম।। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ উত্তরপাড়ায় এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়. শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনূস আলীর ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী আরও ১১টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ থান কাপড়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে গুদাম মালিকদের দাবি এতে প্রায় ৩০ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
বিভি/এমএমএফ/ কেএস
মন্তব্য করুন: