৫’শ লিটার তেলসহ গোডাউন সিলগালা

তেলের গোডাউনে অভিযান
কুমিল্লায় অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে ৫’শ লিটার তেলসহ গোডাউন সিলগালা ও তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৭ মার্চ) দুপুরে নগরীর পুলিশ লাইন ও স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারি পরিচালক আসাদুল ইসলামের নেতৃত্বে গোডাউনে ৫০০লিটার সয়াবিন তেল মজুদের অভিযোগে পুলিশ লাইন আমড়াতলি ডিপার্টমেন্টাল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা ও গোডাউনটি সিলগালা করে দেয়া হয়।
এছাড়াও স্টেশন রোডে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে মেসার্স শংকর সাহা’র দোকানকে ৫০ হাজার টাকা এবং হুমায়ুন ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভি/এসএমপি/এইচএস
মন্তব্য করুন: