খুলনায় ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

গুলি
খুলনায় মোঃ রাজা শেখ (৪০) নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।রাজা শেখ স্থানীয় রায়ের মহল ইসলাম নগর এলাকার বাসিন্দা।
সোমবার (৭ মার্চ ) রাতে নগরীর মোস্তর মোড় সংলগ্ন হরিণটানার রায়ের মহল হামিদ নগর এলাকায় এই ঘটনা ঘটে। হরিণটানা থানার ওসি ইমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘের ব্যবসায়ী রাজা শেখ মোস্তর মোড় সংলগ্ন রায়েরমহল স্লুইজ গেট এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজা শেখ রায়েরমহল এলাকার মুক্তিযোদ্ধা শাহাদাত হত্যা মামলার আসামি ছিলো বলে সূত্র জানিয়েছে।
বিভি/এপি/এইচএস
মন্তব্য করুন: