• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পঞ্চগড় সদরে আওয়ামী লীগের সভাপতি আমিরুল সা. সম্পাদক মিলন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪০, ৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পঞ্চগড় সদরে আওয়ামী লীগের সভাপতি আমিরুল সা. সম্পাদক মিলন

সভাপতি আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন

দিনভর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সকলের সম্মতিক্রমে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান শেখ মিলন মনোনীত করা হয়েছে। 

এর আগে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের জেলা সভাপতি পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক সদর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ সম্মেলনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 

দ্বিতীয় অধিবেশনে আওয়ামীলীগ নেতৃবৃন্দ বসে সম্মেলনের অন্যান্য কার্যক্রম পরিচালনা করেন। সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, জেলা যুবলীগের আহবায়ক মো. শহিদুল ইসলাম, ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (একাংশের কমিটি) মাসুদ পারভেজ হিটলার, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা সরকার বাবুর নাম শোনা যায়।

তবে দিনভর নানা দেন দরবার শেষে রাত ১১টার দিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক প্রধান অতিথি হিসেবে সকলের সম্মতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনীতদের নাম ঘোষণা করেন।

বিভি/এমএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2