• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মেসিতে দুদকের অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ১০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মেসিতে দুদকের অভিযান

ওষুধ চুরি করে বাইরে বিক্রি করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে দুদকের উপ-পরিচালক মো. নাজমুছ ছায়াদাত-এর নেতৃত্বে  হাসপাতালের ফার্মেসিতে এই অভিযান শুরু করে দুদকের চার সদস্যের একটি দল।

অভিযানে চমেক মেডিকেলের আউটডোর ফার্মেসির বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে দেখছেন দুদক কর্মকর্তারা। দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬ নাম্বারে ফোন করে এক গ্রাহক ফার্মেসির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নামেন দুদক চট্টগ্রাম কার্যালয়-১ এর কর্মকর্তারা।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে সাড়ে তিন লাখ টাকার সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

বিভি/এনইউটি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2