• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ১২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ

পটুয়াখালীর দুমকীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শনিবার (১২ মার্চ) দুমকী বোর্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলো- বায়জিদ (১৫), হিরা হাওলাদার (২০) ও দেলোয়ার হোসেন। 

দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাম বলেন, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাস বোঝাই পিকাপভ্যান বাউফলের দিকে যাচ্ছিলো। অপরদিকে বাউফল থেকে একটি মোটরসাইকেল চরগরদী এলাকা অতিক্রম কালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন ঘটনাস্থলে নিহত হয়েছে। এছাড়া বরিশাল শেরে বাংলা মিডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা গেছেন।  

তিনি আরও বলেন, নিহতদের একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুইজনের মরদেহ বরিশাল থেকে নিয়ে আসবে। এ ঘটনায় ঘাতক পিকাপভ্যানের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/এইচএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2