সুন্দরবন রিসোর্ট থেকে কুমির উদ্ধার

কুমির উদ্ধার
বাগেরহাটে ‘সুন্দরবন রিসোর্ট’ নামের একটি পার্ক থেকে দুটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ। পরে কুমির দুটিকে পর্যটন স্পট করমজলে এনে রাখা হয়েছে।
শনিবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের বারাকপুরে অবস্থিত ‘সুন্দরবন রিসোর্ট’ থেকে কুমিরগুলো উদ্ধার করা হয়।
সুন্দরবনের পর্যাটন স্পট ও কুমির প্রজনন কেন্দ্র করমজলের ওসি হাওলাদার আজাদ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বাগেরহাটের বারাকপুরে অবস্থিত সুন্দরবন রিসোর্টে অভিযান চালিয়ে দুটি কুমির উদ্ধার করা হয়েছে। কুমিরগুলো পালনের জন্য রিসোর্ট কর্তৃপক্ষের কোন অনুমতি ছিলোনা।
তিনি আরও জানান, কুমির দুটিকে সুন্দরবনের পর্যটন স্পট করমজলে রাখা হয়েছে। তবে উদ্ধার হওয়া কুমির কি করা হবে সেই সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমিত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/জেইউ/এইচএস
মন্তব্য করুন: