হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ত্রাসীর মৃত্যুঃ দীঘিনালায় অঘোষিত সড়ক অবরোধ

অস্ত্র ও গুলিসহ আটক ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসী মিলন চাকমা ওরফে সৌরভ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর জেরে খাগড়াছড়ির দীঘিনালায় অঘোষিত সড়ক অবরোধ চলছে। ফলে বুধবার (১৬ মার্চ) সকাল থেকে দীঘিনালা সঙ্গে রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সাজেকগামী পর্যটকবাহী পরিবহনগুলো আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিয়ে পারাপার করা হচ্ছে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক রুকন উদ্দিন জানান, দুর্বৃত্তরা মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে দীঘিনালায় একটি বাস ও দুটি ট্রলিতে আগুন দিয়েছে। শ্রমিক ও পরিবহনের নিরাপত্তা হুমকি থাকায় দূরপাল্লার বাস ছাড়া বন্ধ রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) দীঘিনালার বাবুছড়ায় সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক ও সামরিক কমান্ডার মিলন চাকমাকে
আটকের পর মিলন চাকমা অসুস্থ বোধ করলে তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহম্মেদ। তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলার পলাতক ছিলেন।
ঘটনার প্রতিবাদে আগামী ২০ মার্চ রবিবার খাগড়াছড়িতে সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ প্রসীত গ্রুপ।
বিভি/এইচএমএফ/রিসি
মন্তব্য করুন: