• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

প্রকাশিত: ২২:২৬, ১৬ মার্চ ২০২২

আপডেট: ২২:৫১, ১৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে  ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এ সময় জেলেদের কাছে থাকা চারটি নৌকাও নিয়ে যায় বিজিপি।

গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে টেকনাফ-সেন্টমাটিন নৌপথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ধরে নেয়া হয়।  আজ বুধবার (১৬ মার্চ)  বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম।

আবদুস সালাম বলেন, মাছ শিকারের পর ফেরার পথে কাঠবোঝাই ডুবে যাওয়া ট্রলারের উদ্ধারকাজে অংশ নেন এসব জেলে। এতে তারা কিছু কাঠও উদ্ধার করেন। পরে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার বিজিপি। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বিজিবিকে জানানো হয়েছে।

আরও পড়ুন:

 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমার বিজিপিকে ভাইবারের মাধ্যমে চিঠি দেয়া হয়েছে। তবে তারা কোনো জবাব দেয়নি।

বিজিপির হাতে জিম্মি হওয়া জেলেরা হলেন-  সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার  মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ জসিম (২৫), মোহাম্মদ হেলাল (২৫), সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সাল (২৩), মো. ইসমাইল (২০), আবদুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), মোহাম্মদ হাসমত (২৫), মো. ইসহাক (২৪), মোহাম্মদ রমজান (১৬), মোহাম্মদ আকবর (২৩), নজিম উল্লাহ (১৯), মোহাম্মদ সাব্বির (২৫),  রেজাউল করিম (১৮), মো. জামাল (২১) ও  আবু তাহের (২২)।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, চারটি নৌকাসহ ১৮ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তিনি শুনেছেন। তবে তাদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ জানাননি। দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

বিভি/এ.জেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2