পদ্মায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি
রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে পদ্মা গার্ডেন সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- বড়কুঠি এলাকার সারিক-এর ছেলে লোকনাথ স্কুলের শিক্ষার্থী নিরব (১৫) এবং একই এলাকার সায়েদ-এর ছেলে শিক্ষা বোর্ড মডেল স্কুলের শিক্ষার্থী শাহিন (১৬)। তারা দু’জনই অষ্টম শ্রেণিতে পড়তো।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে পদ্মা নদীর চরে ফুটবল খেলা দেখে গোসল করতে নামে শাহীন, নীরব ও তার বন্ধুরা। সাঁতার কাটতে কাটতে তারা মাঝ নদীতে চলে যায়। বাকিরা সাঁতরে তীরে ফিরে আসলেও শাহীন ও নীরব মাঝ নদীতে হাবুডুবু খেতে থাকে। তাদের ডুবে যাওয়া দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয় শাহীন ও তার বন্ধু নীরবকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
নৌপুলিশের পরিদর্শক ওবায়দুল হক জানান, শুক্রবার দুপুরে পদ্মায় গোসল করতে নেমে তাদের হাবুডুবু খেতে দেখে স্থানীয়রা। পুরে দ্রুত উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিভি/এএন
মন্তব্য করুন: