• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিলেটে রমজান ঘিরে স্বল্পমূলে পণ্য বিক্রি করতে প্রস্তুত টিসিবি

প্রকাশিত: ১৯:২৭, ১৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সিলেটে রমজান ঘিরে স্বল্পমূলে পণ্য বিক্রি করতে প্রস্তুত টিসিবি

সিলেট জেলা প্রশাসনের বৈঠক

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রথম পর্যায়ে সিলেটে টিসিবি’র পণ্য পাবে ১ লাখ ৮২ হাজার ৩৬৩ পরিবার। এরই মধ্যে সুবিধাভোগী পরিবারগুলোর মধ্যে গ্রাহক কার্ডও বিতরণ করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ে রোববার সকাল ১০টা থেকে টিসিবির পণ্য বিক্রয় শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, টিসিবি’র ট্রাক থেকে জনপ্রতি ১১০ টাকা প্রতি লিটার দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি চিনি ও ৬৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন। সুবিধাভোগীরা মাসে দুইবার এই সুবিধা পাবেন। 

জেলা প্রশাসক আরও জানান, সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ডের ১৮টি স্থানে ও ১৩ উপজেলার ৪৪টি স্থানে একযোগে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য আলাদা মনিটরিং টিমও গঠন করেছে জেলা প্রশাসন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2