সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকি ছবি
সাতক্ষীরা শ্যামনগরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সুমাইয়ার বাবা ইসমাইল গাজী জানান, সকালের দিকে নানার বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের ডুবে থাকায় অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রিতা রানীকে মৃত ঘোষণা করেন।
বিভি/এজেড/এইচএস
মন্তব্য করুন: