বিয়ের দিনই স্বামী-স্ত্রীর আত্মহত্যা

মার্জিয়া জান্নাত ও সবুজ
ভালোবেসে পছন্দের মানুষকে বিয়ে করেছিলেন বগুড়ার মার্জিয়া জান্নাত (১৮)। কিন্তু প্রেমিকের আর্থিক অবস্থা ভালো ছিল না। মার্জিয়ার স্বামী সবুজকে (২১) মেনে নেয়নি মেয়ের পরিবার। সে কারণে বিয়ের কয়েক ঘণ্টা পরই স্বামী-স্ত্রী মিলে বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। সোমবার (২১ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জে।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়ার মৃত জলিল মিয়ার ছেলে সবুজকে ভালোবেসে বিয়ে করেন একই ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ার আব্দুর রাজ্জাকের মেয়ে মার্জিয়া জান্নাত। নামুজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মার্জিয়ার বাবার আর্থিক অবস্থা বেশ ভালো কিন্তু সবুজের বাবা মারা গেছেন। পাশাপাশি আর্থিক অবস্থাও ভালো না।
পুলিশ বলছে, সবুজ ও জান্নাতের মধ্যে প্রায় ১ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে গতকাল সোমবার (২১ মার্চ) বিকেলে দু'জনে কাজী অফিসে গিয়ে গোপনে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে আসেন সবুজ। সবুজের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। সন্ধ্যায় মেয়েকে জোর করে বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা।
পরে রাত ১০টার দিকে স্বামী-স্ত্রী মোবাইল ফোনে কথা বলেন। এক পর্যায়ে স্বামীকে সংযোগে রেখেই বিষপান করেন মার্জিয়া। ফোনের অপরপ্রান্ত থেকে বিষয়টি বুঝতে পেরে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন সবুজ। রাত ১২টার দিকে উভয় পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, পুলিশ রাতেই দু'জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: