• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

লুডু খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:২৫, ২৬ মার্চ ২০২২

আপডেট: ১৪:৩৬, ২৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
লুডু খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

আসামি বিপ্লব

লুডু খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে টাঙ্গাইলের কালিহাতীতে স্কুল শিক্ষার্থী রাহাত তালুকদারকে (১৩) গলাকেটে হত্যা করে তাঁরই বন্ধু বিপ্লব। ঘটনার ৪৮ ঘণ্টাপর গ্রেফতার আসামি বিপ্লবের দেওয়া জবানবন্দিতে এই তথ্য জানা গেছে।

শনিবার (২৬ মার্চ) দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএসপি মো. এরশাদুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৩ মার্চ বুধবার ভোর রাতে কালিহাতী উপজেলার আগবানিয়ারা এলাকার একটি পুকুর থেকে শাহাদত হোসেন তালুকদারের ছেলে রাহাত তালুকদারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এরপর র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির মাধ্যমে এ হত্যার সঙ্গে জড়িত মূল আসামীকে শনাক্ত করা হয়। পরে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার এলেঙ্গা থেকে আসামী বিপ্লবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কালিহাতী উপজেলার আগবানিয়ার গ্রামের নবু মিয়ার ছেলে। 

র‌্যাবের ভাষ্যমতে, ২২ মার্চ রাতে কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজার এলাকায় লুডু খেলা নিয়ে নিহত রাহাত ও আসামী বিপ্লবের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার সূত্র ধরে আসামী রাহাতকে হত্যার পরিকল্পনা করে এবং ওই রাতেই রাহাত বাড়ি ফেরার পথে আবু তালেবের পুকুর পাড়ে পৌঁছালে আসামি বিপ্লব রাহাতকে পিছন থেকে ডাক দিয়ে থামায়। পরে বিপ্লবের হাতে থাকা ধারালো ব্লেড দিয়ে রাহাতের গলাকেটে দেয়। এসময় রাহাত বাঁচার জন্য চিৎকার করলে বিপ্লব তার মুখ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে পুকুরে ফেলে সেখান থেকে চলে যায়। এ ঘটনায় রাহাতের মোবাইল ফোন ও হত্যার সময় আসামি বিপ্লবের পরনে থাকায় প্যান্ট ও শার্ট উদ্ধার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত থেকে রাহাতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে রাহাতের বাবা বুধবার ভোরে কোকডহরা ইউনিয়নের আগবানিয়ারা এলাকায় একটি পুকুর পারে রাহাতকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গত ২৪ মার্চ রাহাতের বাবা বাদি হয়ে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিভি/আরএ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2