• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজীপুরে কাউন্সিলর মামুনের টিসিবির পণ্য চুরির প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ১৫:১৫, ২৭ মার্চ ২০২২

আপডেট: ১৬:২০, ২৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
গাজীপুরে কাউন্সিলর মামুনের টিসিবির পণ্য চুরির প্রতিবাদে সড়ক অবরোধ

টিসিবির পণ্য চুরি করে খোলা বাজারে বিক্রিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটির এক কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ সড়ক অবরোধ করেছেন বাসিন্দারা।

রোববার (২৭ মার্চ) সকালে ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন মণ্ডলের বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা। শহরের প্রধান সড়ক জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রথমে মানববন্ধন করে সাধারণ মানুষ। এর কিছুক্ষণ পর মিছিল করে রাস্তায় নেমে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। সময় জনগুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা জানান, গাজীপুর মহানগরীর বোর্ডবাজারে এক ব্যবসায়ীর গুদাম থেকে রোববার রাতে টিসিবির তেল, চিনি ডাল উদ্ধার করে পুলিশ। সে সময় গ্রেফতার করা হয় ব্যবসায়ী শাহীনকে (৩৩) অভিযোগ ওঠে গ্রেফতার ওই ব্যবসায়ী টিসিবির পণ্য বিক্রিকারী কাউন্সিলরের সহকারী তার মদতপুষ্ট। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন মামুন মণ্ডল।

আরও পড়ুন:

গাজীপুর মেট্রোপলিটনের উপকমিশনার ইলতুৎমিস জানান, সরকারের জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে বোর্ডবাজারের মোহার খান ওয়াকফ এস্টেট মার্কেটের মো. শাহীনের গুদামে অভিযান চালিয়ে টিসিবির মোড়কযুক্ত ৩৭ বোতল সয়াবিন তেল (৭৪ লিটার ), ৩৭ প্যাকেট চিনি ৩৭ প্যাকেট ডাল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যবসায়ী শাহীন পুলিশকে জানিয়েছেন, পণ্যগুলো জাহাঙ্গীর আলম রফিক নামের দুজন ব্যক্তি তার কাছে দুই লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৩০০ টাকা করে, চিনি ৬০ টাকা কেজি মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, ব্যবসায়ী শাহীনের গুদাম থেকে টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। ঘটনায় শাহীনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2