নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের ভেতরে পিকআপ, ইমামের মৃত্যু

হরিনগর মসজিদে পিকআপ ভ্যান
নেত্রকোণার কেন্দুয়ায় নিয়ন্ত্রণ হারিয় একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল ৫টার দিকে ওই উপজেলার হরিনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, নিহত ইমামের নাম আব্দুল খালেক। তিনি কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা। ৮২ বছর বয়সী আব্দুল খালেক হরিনগর মসজিদে ইমামতি করতেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে মসজিদের সামনের সড়কে দাঁড়িয়েছিলেন ইমাম আব্দুল খালেক। এ সময় কেন্দুয়া থেকে আঠারবাড়িগামী একটি মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল খালেককে চাপা দিয়ে মসজিদের ভেতরে ঢুকে যায়। এ ঘটনায় আব্দুল খালেক গুরুতর আহত হলে স্বজনরা তাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথেই মৃত্যু হয়।
পিকআপটি মসজিদে ঢুকে পড়ায় মসজিদটিরও বেশ ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ছাড়া চালক দিপু মিয়াকেও আটক করা হয়েছে।’
বিভি/এইচএস
মন্তব্য করুন: