• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রাম কারাগারে দুই হাজতির মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
চট্টগ্রাম কারাগারে দুই হাজতির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে দুই হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ( ৪ এপ্রিল) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই হাজতিকে মৃত ঘোষণা করা হয় জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম। 

দুই হাজতি হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রফিক উদ্দিন ও একই উপজেলার হাছনদণ্ডী গ্রামের বাবুল মিয়া।

পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাদেকুর রহমান জানান, ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন হাজতি মো.রফিক উদ্দিন। ভোর ৫টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টারে আনা হলে ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৩৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাবন্দি ছিলেন। 

তিনি আরও জানান, ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন মো.বাবুল মিয়া নামের আরেক হাজতি। ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার একটি মামলায় গ্রেফতার হয়ে গত ১৮ নভেম্বর থেকে তিনি কারাবন্দি ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন।

বিভি/এনইউটি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2