• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পূর্ববিরোধের জেরে আলু চাষিকে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৬, ৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পূর্ববিরোধের জেরে আলু চাষিকে ছুরিকাঘাতে হত্যা

মিজান হোসেন-এর মরদেহের পাশে স্বজনরা।

জমিতে আলু পাহারা দেয়ার সময় পূর্ববিরোধের জেরে মুন্সীগঞ্জের সদরের আধারা ইউনিয়নের সুমারঢালীকান্দি গ্রামে মিজান হোসেন (৩০) নামে একজন চাষিকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় ও আবদুর রহমান নামে অপর আরেকজন আহত হয়েছে। 

সোমবার (৪ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মিজান স্থানীয় আলী আকবরের ছেলে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটে থাকতে পারে বলে পরিবারের ধারণা।

স্থানীয়রা জানায়, রাতে সুমারঢালীকান্দি গ্রামে জমি থেকে উত্তোলনকৃত আলু পাহারা দিচ্ছিলেন মিজান ও আব্দুর রহমান। রাত ২টার দিকে সেখানে প্রতিপক্ষ মিজিকান্দি গ্রামের শুভ মিজিসহ চার-পাঁচজন অতর্কিতে হামলা চালিয়ে মিজানকে কুপিয়ে জখম ও আব্দুর রহমানকে পিটিয়ে আহত করে। এ সময় দৌড়ে আব্দুর রহমান প্রাণে বাঁচলেও ঘটনাস্থলে মৃত্যু হয় মিজানের।

নিহতের খালাতো বোন রেহানা বেগম জানান, ‘সম্প্রতি আলু গাছ পরিচর্যা নিয়ে মিজানের সঙ্গে শুভ মিজির কথা কাটাকাটি হয়। এ থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।’

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবুবকর সিদ্দিক জানায়, রাত তিনটার দিকে কে বা কারা জমিতে আলু পাহারা দেয়ার সময় মিজান হোসেনকে ছুরির আঘাতে হত্যা করে রেখে যায়। 

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব খান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলা ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার জানিয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহত যুবককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বিভি/এইচএল/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2