চোরাই মোবাইল-ল্যাপটপসহ গ্রেফতার ৪

চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট থেকে ২৮ চোরাই মোবাইল ও চারটি ল্যাপটপসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মজিবুর রহমান, তাসলিমা বেগম, মো. ইমরান ও মো. রিপন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট সিটি করপোরেশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ও ল্যাপটপসহ চারজনকে গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়াও মিরসরাই উপজেলায় একাধিক মামলার আসামি রনিসহ ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, এলাকা অপরাধ মুক্ত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত সাতজন, সিআর গ্রেফতারি পরোয়ানাভূক্ত একজন, নিয়মিত মামলার পলাতক একজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভি/এনইউটি/এএন
মন্তব্য করুন: